ad

৫২৮৯ কোটি টাকায় ফোর-জি তরঙ্গ নিলামে

বাংলাদেশ সরকার ফোর-জি তরঙ্গের নিলাম ও তরঙ্গের প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা বিক্রি করে ভ্যাটসহ ৫২৮৯ কোটি টাকা আয় করেছে। রাজধানীর ঢাকা ক্লাবে মঙ্গলবার তরঙ্গ নিলাম করে বিটিআরসি। নিলামে অংশ নেয় গ্রামীণফোন ও বাংলালিংক । এই দুই মোবাইল অপারেটর মোট ৩ হাজার ৮৪৪ কোটি টাকার ফোর-জি তরঙ্গ বরাদ্দ নিয়েছে। বাকি টাকা এসেছে প্রযুক্তি নিরপেক্ষতার মাধ্যমে।

নিলাম শেষে বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে কারণ এই দিন তরঙ্গ নিলাম করে সরকারের কোষাগারে আমরা সোয়া ৫ হাজার কোটি টাকা জমা করতে সক্ষম হয়েছি। তরঙ্গ নিলামে পেয়েছি ৩৮৪৪ কোটি টাকা। গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছ থেকে সরকার পেয়েছে এক হাজার ৪৪৫ দশমিক শূন্য ৮ কোটি টাকা।

দেশের ৪টি মোবাইল অপারেটর ফোর-জি তরঙ্গ নিলামে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিলামে অংশ নিয়েছে বাংলালিংক ও গ্রামীণফোন। দ্বিতীয় বৃহত্তম অপারেটর রবি তাদের হাতে থাকা তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষতায় রূপান্তর করে ফোর-জি সেবা দেবে। এমন একটি পরিকল্পনা কথা জানানো হয়েছে। বন্ধ হয়ে যাওয়া সিটিসেল নিলামে অংশ না নেয়ায় তাদের পুনরায় চালু হওয়ার সম্ভবনা নেই। তারা যদি নিলামে অংশ নিত তাহলে মোবাইল সেবা দেয়ার একটা সুযোগ ছিল।

No comments

Theme images by Nikada. Powered by Blogger.